সমর্পণ (Samarpan; A Tribute in Bengali)

BISWAJIT

 https://www.wattpad.com/user/authorbiswajit



প্রাণের নিধি স্রষ্টা, তুমি সকল চাওয়ার অন্তপারে...
দিলাম ছুঁড়ে আমার 'আমি'—'সবই তোমার' সাগর জলে,
মারবে কাকে ধরবে কাকে— ভাবছ চিতে অন্তরালে;
'আমি'-'তুমি'-র ধন্ধ পাকে আর কেন মন মিথ্যে থাকে,
প্রাণ জেনেছে তুমি-ই সেজন— যে আমারে নিত্য আঁকে;
সাদা-কালো, মন্দ-ভাল — রামধনুকের সাতটি রঙে,
আর কি এ মন থাকতে পারে মায়ার পালায় ঠুনকো সঙে ?
শুধোয় সবে — " কী-ই বা হবে মিথ্যে অমন 'সত্য' খুঁজে ?
সারাৎসার-এ কী দরকার ? দেখছ আলো দু-চোখ বুজে । "

বলছি মনে সঙ্গোপনে জাগলে তুমি কাতর প্রাণে,
অকিঞ্চনের বুক মরুতেও 'সব পেয়েছি'-র জোয়ার আনে,

অন্যথায়, জীবন হারায় ভোগ-লালসার অন্ধকারে।

__________________________________________________
Graphics: Author

Learn more about the author: Biswajit